PM Modi: 'প্রথম দফায় NDA-র পক্ষেই ভোট পরেছে', ঘোষণা মোদীর
PM Modi: 'প্রথম দফায় NDA-র পক্ষেই ভোট পরেছে', ঘোষণা মোদীর
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/modidd.jpg
প্রথম দফার লোকসভা ভোটপর্ব শেষ হতেই আজ শনিবার বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। গতকাল কাদের পক্ষে বেশি ভোট পরেছে আজ সেটা মহারাষ্ট্রের এক জনসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন মোদী। তিনি জানান, ‘প্রথম দফায় এনডিএ-র পক্ষেই একতরফা ভোটদান হয়েছে।’ শুধু তাই নয়, এদিন ইন্ডি জোটকে নিয়েও চরম কটাক্ষ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলেন, ‘৪ জুনের পর ইন্ডি জোট একে অপরের পোশাক ছিঁড়বে। তারা একে অপরের চুল ধরে টানাটানি করবে। আপনারাই বলুন, কোনো শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক কি তাদের ভোট দেবেন? আমি ভোটারদের বলছি, আসুন মন থেকে এনডিএ-কে ভোট দিই। এনডিএ-কে ভোট দিতে হবে।’ মোদী জানান, ‘আজকের দিনে দাঁড়িয়েও এনডিএ […]
আরও পড়ুন PM Modi: 'প্রথম দফায় NDA-র পক্ষেই ভোট পরেছে', ঘোষণা মোদীর
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম