Chocolate: চকোলেট খাওয়ার পরই রক্তবমি শিশুর! তদন্তে যা উঠে এল
Chocolate: চকোলেট খাওয়ার পরই রক্তবমি শিশুর! তদন্তে যা উঠে এল
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/chocolate.jpg
কেক খেয়ে শিশুমৃত্যুর মাসখানেক কাটতে না কাটতেই আবারও বিপত্তি! ফের সংবাদ শিরোনামে পঞ্জাব। এবার চকোলেট (Chocolate) খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল এক খুদে, তেমনটাই অভিযোগ শিশুটির পরিবারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার। স্বাস্থ্য দফতরের লোকজন চকোলেটের দোকানে পৌঁছতেই উঠে আসে বিস্ফোরক তথ্য। চকোলেটের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে, শিশুটি যে চকোলেট খেয়েছিল সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। এই ঘটনা ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ওই শিশুর পরিবারের দাবি, চকোলেট খাওয়ার পর শিশুটির রক্তবমি শুরু হয়ে যায়। দেড় বছরের শিশুটি চকোলেট খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্য দফতরের লোকজন এই ঘটনার কথা জানার পর দোকানে যান এবং সেখান থেকে চকোলেটের নমুনা সংগ্রহ […]
আরও পড়ুন Chocolate: চকোলেট খাওয়ার পরই রক্তবমি শিশুর! তদন্তে যা উঠে এল
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম