শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভোটের মুখে আচমকা মৃত্যু হেভিওয়েট BJP নেতার, শোকের ছায়া দেশে

ভোটের মুখে আচমকা মৃত্যু হেভিওয়েট BJP নেতার, শোকের ছায়া দেশে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/bjp-2.jpg
দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে বড় ঘটনা ঘটে গেল দেশে। ভোটের মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি (BJP) সাংসদের। জানা গিয়েছে, হাথরস লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজবীর সিং দিলের (Rajveer Singh Diler) ২৪ এপ্রিল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজবীর সিং হার্টের রোগী ছিলেন। সন্ধ্যায় বিহারে বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে কোয়ারসির ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলতি লোকসভা নির্বাচনে বিজেপি হাথরস থেকে তাঁর টিকিট কেটে রাজ্য সরকারের মন্ত্রী অনুপ প্রধানকে প্রার্থী করেছে। বাবা কিষাণ লাল দিলের হাথরস কেন্দ্র থেকে চারবারের বিজেপি […]


আরও পড়ুন ভোটের মুখে আচমকা মৃত্যু হেভিওয়েট BJP নেতার, শোকের ছায়া দেশে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম