সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

Lok Sabha Election: ভোটের মাঝেই ২-০ এগিয়ে বিজেপি

Lok Sabha Election: ভোটের মাঝেই ২-০ এগিয়ে বিজেপি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/BJP-Takes-Commanding-2-0-Lead.jpg
টার্গেট ৪০০ পার। লড়াইয়ের (Lok Sabha Election) শুরুতেই ২ আসনে এগিয়ে বিজেপি। দেশের ৫৪৩ লোকসভা আসনের মধ্যে ২ আসনে পদ্ম ফুটেছে। লড়াই হচ্ছে ৫৪১ আসনে। যে দুই আসন বিজেপি দখল করেছে সেই দুটোই গেরুয়া রাজ্যে। একটি গুজরাতের সুরাত এবং অপরটি মধ্যপ্রদেশের ইনদৌর। একটি কেন্দ্রে বিরোধী কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আরেকটিতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন কংগ্রেস প্রার্থী। দক্ষিণ গুজরাতের সুরাতের কংগ্রেস প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভনি। তাঁর মনোনয়ন বাতিল করে কমিশন। তারপর ওই আসনের বাকি ৮ অবিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন পদ্ম-প্রার্থী মুকেশ দালাল। এ নিয়ে উল্লসিত গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘সুরাত […]


আরও পড়ুন Lok Sabha Election: ভোটের মাঝেই ২-০ এগিয়ে বিজেপি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম