সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

Rajasthan: গেরুয়া রাজ্যে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়ে খুন

Rajasthan: গেরুয়া রাজ্যে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়ে খুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Imam-Fatally-Attacked-Inside-Mosque-in-Ajmer-Rajasthan.jpg
ইমামকে পিটিয়ে খুন। সেটাও আবার মসজিদের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল রাজস্থানের (Rajasthan) আজমেরে। মৃত ইমামের নাম মহম্মদ মাহির। ৩০ বছরের এই মৌলানাকে শনিবার গভীর রাতে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আজমেরের মহম্মদি মদিনা মসজিদে থাকতেন মৌলানা মাহির। সেখানে একটি মাদ্রাসাও আছে। শনিবার রাত ২টো নাগাদ মসজিদের পিছনের দরজা দিয়ে ঢোকে তিন দুষ্কৃতী। মৌলানাকে খুন করে পিছনের দরজা দিয়েই পালিয়ে যায়। ভোের তিনটে নাগাদ মাদ্রাসার পড়ুয়াদের বিষয়টি নজরে আসে। তারপরেই থানায় খবর দেওয়া হয়। দুষ্কৃতীরা মৌলানার মোবাইল ফোন নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ইনচার্জ রবীন্দ্র খিঞ্চি। তিনি আরও জানিয়েছেন যে এলাকার সিসি ক্যামেরার ফুটেজখতিয়ে দেখা হচ্ছে। […]


আরও পড়ুন Rajasthan: গেরুয়া রাজ্যে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়ে খুন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম