মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

East Bengal: দেবজিৎ এলে বিদায় হতে পারে কমলজিৎ-এর

East Bengal: দেবজিৎ এলে বিদায় হতে পারে কমলজিৎ-এর
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Debjit-Majumder-Kamaljit-Singh.jpg
দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরে আসতে পারেন। সম্প্রতি এই জল্পনা হয়েছে প্রবল। দেবজিৎ ইস্টবেঙ্গলে ফিরে এলে যোগ দেবেন কার জায়গায়? ইস্টবেঙ্গলের বর্তমান স্কোয়াডে একাধিক অভিজ্ঞ ও ভালোমানের গোলরক্ষক রয়েছেন। মরসুমের শুরুর দিক কমলজিৎ সিং-কে নিয়ে লাল হলুদ সমর্থকদের মধ্যে চড়েছিল প্রত্যাশার পারদ। ইস্টবেঙ্গলের হয়ে বেশ কিছু ম্যাচে দূর্গ রক্ষা করার দায়িত্ব ছিলেন তিনি। দাগ কাটতে পারেননি। ২৮ বছর বয়সী এই গোলকিপার তেকাঠির নীচে সেভাবে দলকে নির্ভরতা যোগাতে পারেননি। কমলজিৎকে সরিয়ে প্রথম একাদশে ক্রমে নিজের জায়গা পাকা করেছেন তরুণ গোলরক্ষক প্রভুসুখন গিল। বছর তেইশের গিল আগামী মরসুমেও ক্লাবে নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। তাঁর এখন যা ফর্ম তাতে তিনিই থাকতে […]


আরও পড়ুন East Bengal: দেবজিৎ এলে বিদায় হতে পারে কমলজিৎ-এর

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম