মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

East Bengal: ওড়িশা বনাম পাঞ্জাব ম্যাচে নির্ভর করবে ইস্টবেঙ্গলের ভাগ্য

East Bengal: ওড়িশা বনাম পাঞ্জাব ম্যাচে নির্ভর করবে ইস্টবেঙ্গলের ভাগ্য
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/East-Bengal-Gears-Up-for-ISL-Second-Leg-Derby-Commences-Preparations-from-Thursday.jpg
আর কয়েক ঘন্টা পরে শুরু হবে ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি ম্যাচ। এই ম্যাচের দিকে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা তাকিয়ে থাকবেন। কারণ শেষ ছয়ে থাকার লড়াই হয়েছে ক্রমে জোরদার। ইস্টবেঙ্গলের পাশাপাশি পাঞ্জাব এফসিও রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে। পাঞ্জাব এফসি ইন্ডিয়ান সুপার লিগে তাদের শেষ দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে এবং একটি ম্যাচে ড্র করেছে। মরসুমের শুরুর দিকে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছিল পাঞ্জাব এফসি। জানুয়ারির ট্র্যান্সফার উইন্ডোর পর কিছুটা মোমেন্টাম পেয়েছে দল। সেই মোমেন্টাম ধরে রাখতে চাইবে পাঞ্জাব। ওড়িশার বিরুদ্ধে পাঞ্জাব এফসি জিতলে কিংবা পয়েন্ট অর্জন করলে চাপ বাড়বে ইস্টবেঙ্গলের ওপর। ওড়িশা এফসি জিতলে ইস্টবেঙ্গলের বরং সুবিধা হবে। কারণ […]


আরও পড়ুন East Bengal: ওড়িশা বনাম পাঞ্জাব ম্যাচে নির্ভর করবে ইস্টবেঙ্গলের ভাগ্য

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম