মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

Joni Kauko: পঞ্জাব ম্যাচের আগেই ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া কাউকো

Joni Kauko: পঞ্জাব ম্যাচের আগেই ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া কাউকো
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Joni-Kauko.jpg
বর্তমানে বাগান জনতার কাছে অন্যতম প্রিয় তারকা হয়ে উঠে এসেছেন জনি কাউকো (Joni Kauko)। গত মরশুমের মাঝ পথেই চোটের দরুন ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর ফিনল্যান্ড ফিরে গিয়েছিলেন এই ফুটবলার। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে দল উঠলে তাকে দেশে ফিরিয়ে আনে ম্যানেজমেন্ট। সাময়িক বিশ্রাম নিয়ে পরবর্তীতে অনুশীলন শুরু করে দেন তিনি। ফেরেন্দো জামানায় নিজেকে মেলে ধরা সম্ভব না হলেও সময়ের সাথে সাথে বদলাতে থাকে পরিস্থিতি। দলের দায়িত্ব তুলে দেওয়া হয়, টেকনিক্যাল ডিরেক্টর তথা আইএসএলের অন্যতম সফল কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে‌। তারপর থেকেই পুরনো ছন্দে দেখা গিয়েছে গোটা দলকে। এক্ষেত্রে এই স্প্যানিশ কোচের অন্যতম পছন্দ হিসেবে দলে সুযোগ পান কাউকো। বলতে […]


আরও পড়ুন Joni Kauko: পঞ্জাব ম্যাচের আগেই ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া কাউকো

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম