Avani Dias: মোদীর 'সমালোচনা' করে বিপাকে সাংবাদিক ভারতছাড়া
Avani Dias: মোদীর 'সমালোচনা' করে বিপাকে সাংবাদিক ভারতছাড়া
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/australian-journalist-avani-dias.jpg
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। তাই রাজরোষে পড়তে হয়েছে। এমনই অভিযোগ সাংবাদিকের। ভারত ছাড়তে হয়েছে তাঁকে। আলোচিত সাংবাদিকের নাম আভানি ডায়াস (Avani Dias)। ৩২ বছরের এই মহিলা অস্ট্রেলিয়ার বসিন্দা। সেই দেশের এবিসি নিউজের কর্মী। দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে তিনি ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। দেশে ফিরে সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, প্রতিবেদনে নরেন্দ্র মোদীর সমালোচনা করার কারণেই তাঁকে ভারত ছাড়ত হয়েছে। ভারত সরকার তাঁর ভিসার মেয়াদ বাড়ায়নি। আভানির দাবি, লোকসভা ভোটের জন্য তিনি ২ মাস ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তা মঞ্জুর করেনি ভারত সরকার। সোশাল মিজিয়ায় আভানি লিখেছেন, ভারত সরকার […]
আরও পড়ুন Avani Dias: মোদীর 'সমালোচনা' করে বিপাকে সাংবাদিক ভারতছাড়া
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম