Ssc scam: 'আমি কি দোষ করেছি ', বিধানের মানবিক প্রশ্ন কোর্টের কাছে
Ssc scam: 'আমি কি দোষ করেছি ', বিধানের মানবিক প্রশ্ন কোর্টের কাছে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/image-680x360.jpg.png
সোমবার এক ধাক্কায় বেকার হয়ে পড়েছেন প্রায় ২৬০০০ জন চাকরিরত শিক্ষক-শিক্ষিকা এবং অ শিক্ষক কর্মী। কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল হয়ে গিয়েছে। অযোগ্য প্রায় ৫ হাজার প্রার্থীদের জন্য চাকরি গিয়েছে গোটা প্যানেলে থাকা সবারই। কোর্ট নির্দেশ দিয়েছে অযোগ্যদের ফেরত দিতে হবে মাইনে। ১২ শতাংশ সুদ সমেত তাঁদেরকে ফেরত দিতে বলা হয়েছে টাকা। কিন্তু কোর্টের নির্দেশে চাকরি থেকে গিয়েছে একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সেই সোমা দাসের প্রতি মানবিক হয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই মানবিক মুখ কেন দেখা গেল না বিধান বাউড়ির ক্ষেত্রে? কে এই বিধান বাউড়ি? কেনইবা তাঁর প্রতি মানবিক হবে কলকাতা হাইকোর্ট? বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলী […]
আরও পড়ুন Ssc scam: 'আমি কি দোষ করেছি ', বিধানের মানবিক প্রশ্ন কোর্টের কাছে

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম