Nidhivan: প্রতিদিন সন্ধ্যায় খালি করে দেওয়া হয় নিধিবন; রাত বাড়লেই কারা আসে জানেন?
Nidhivan: প্রতিদিন সন্ধ্যায় খালি করে দেওয়া হয় নিধিবন; রাত বাড়লেই কারা আসে জানেন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/nidhivan.jpg
ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত প্রতিটি স্থানের মাহাত্ম্যই আলাদা৷ প্রত্যেকটি স্থানকে কেন্দ্র করে রয়েছে কোনও না কোনও গল্প, জনশ্রুতি৷ তেমনই একটি স্থান হল বৃন্দাবনের নিধিবন৷ এই নিধিবন যতটা সুন্দর, ততোটাই রহস্যে মোড়া৷ বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে এই স্থানকে ঘিরে৷ বিশ্বাস করা হয় যে, এখানে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেন। কিন্তু যাঁরা এই রাসলীলা দেখার চেষ্টা করেছেন তাঁরা হয় পাগল হয়ে গিয়েছেন, নাহলে তাঁদের মৃত্যু হয়েছে৷ তাই দিনের আলো ফুরিয়ে আসার আগেই খালি করে দেওয়া হয় নিধিবন৷ শোনা যায়, শুধু মানুষ নয়, পশু-পাখিও সন্ধের পর এই বন ছেড়ে চলে যায়। কথিত আছে, নিধিবনের রংমহলে সন্ধ্যাবেলা ভগবান কৃষ্ণ ও গোপীদের […]
আরও পড়ুন Nidhivan: প্রতিদিন সন্ধ্যায় খালি করে দেওয়া হয় নিধিবন; রাত বাড়লেই কারা আসে জানেন?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম