Kiren Rijiju: শূন্য প্রশ্ন! মোদীর প্রিয় রিজিজুর দখলে সংসদে নীরব থাকার নজির
Kiren Rijiju: শূন্য প্রশ্ন! মোদীর প্রিয় রিজিজুর দখলে সংসদে নীরব থাকার নজির
https://kolkata24x7.in/wp-content/uploads/2021/12/Kiren-Rijiju.jpg
চর্চিত মন্ত্রী। তবে সংসদে চুপ! এমনই নজির গড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (kiren rijiu) কিরেন রিজিজু। তিনি সংসদে নীরব থেকে চমক তৈরি করেছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) রিপোর্ট অনুসারে, অরুণাচল প্রদেশের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংসদ সদস্য কিরেন রিজিজু লোকসভায় 0.4 শতাংশ উপস্থিতি সহ একটি প্রশ্নও জিজ্ঞাসা করেননি। কিরেন রিজিজু মোদী মন্ত্রিসভার তরফে উত্তর পূর্বাঞ্চলের বিষয়ে বিশেষ দায়িত্ব পালন করে থাকেন। হেভিওয়েট রিজিজু কেন সংসদের অধিবেশনে নীরব এই বিতর্ক চড়ছে। রিজিজু এবারও লোকসভা ভোটে বিজেপির প্রার্থী। কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নবাম টুকি। তিনি অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার […]
আরও পড়ুন Kiren Rijiju: শূন্য প্রশ্ন! মোদীর প্রিয় রিজিজুর দখলে সংসদে নীরব থাকার নজির
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম