Rii Sen: 'আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল'
Rii Sen: 'আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Ri-Sen.jpg
Rii Sen: কে বইত বিখ্যাত টলিউড অভিনেত্রী ঋ সেনের জুতো! হঠাৎ এমন কথা বলার কারণ কী। সম্প্রতি, বাংলাদেশে সিনেমার কাজে গিয়েছিলেন টলিউডের এই নামি অভিনেত্রী। সেই অভিজ্ঞতা জানানোর প্রসঙ্গেই অভিনেত্রী বলেন, ‘ওখানে খুবই অতিথিপরায়ণ সকলে। অ্যাপায়ন পেয়েছি খুব ভাল। আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল। অন্য দিকে, টলিউডে জুতো তো কোন ছার, ব্যাগ বইতে বললে মুখ বেঁকায়। দু’জায়গারই ভাল-খারাপ দিক রয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু, টাকাপয়সা নিয়ে কেন এমন হল, বুঝলাম না। তবে ওঁরা কথা দিয়েছেন, টাকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেবেন। টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।’ তা কী হয়েছে টাকা পয়সা নিয়ে? আসলে কাজের পর বাংলাদেশ […]
আরও পড়ুন Rii Sen: 'আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল'
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম