বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Bangla Pokkho: বাংলা পক্ষের তরফে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী

Bangla Pokkho: বাংলা পক্ষের তরফে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/FotoJet-23-2.jpg
বৃহস্পতিবার বাংলা পক্ষ বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের সাথে কলকাতার নিজাম প্যালাসে এসএসসির( SSC)- এর রিজিওনাল অফিসে বিক্ষোভ কর্মসূচী প্রদর্শন করা হয় এবং ডেপুটি ডিরেক্টরকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সিআরপিএফ (CRPF) কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি-জিডি( SSC-GD-2021) এ বাংলার রাজ্য কোটায় বিহার-ইউপি থেকে ১৮৭৪ জন এবং এসএসসি-জিডি (SSC-GD-2022)-এ ৩৬২৭ জন জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে৷ অর্থাৎ ৫৫০০ জন আধাসেনা জওয়ানের চাকরি বাতিলের মুখে। বাংলা পক্ষের তরফে দাবি করা হয়েছে, এসএসসি-জিডি (SSC-GD-2021/ 2022)-এ জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি পাওয়া বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ক্রিমিনালদের খুঁজে বার করতে হবে। তাঁদের দাবি, ” ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার […]


আরও পড়ুন Bangla Pokkho: বাংলা পক্ষের তরফে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম