বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

খাস অনুব্রত গড়ে খুন TMC নেতা, পাথর খাদানে চলছে খোঁড়াখুঁড়ি

খাস অনুব্রত গড়ে খুন TMC নেতা, পাথর খাদানে চলছে খোঁড়াখুঁড়ি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/tmc.jpg
লোকসভা ভোটের আগে ফের একবার রক্তান্ত হল বাংলার মাটি। আবারো একবার খুন হলেন শাসক দল তৃণমূলের (TMC) নেতা। পাথর খাদানে মিলল তৃণমূল নেতার দেহ। আইএনটিটিউসি নেতার দেহ মিলেছে। মৃতের নাম, সালাউদ্দিন খান। জানা গিয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দেহ উদ্ধারের মাটি খুঁড়ে দেহ বের করার কাজ শুরু হয়েছে। খাদানের জন্য লিজ নেওয়া জমি বিবাদের জেরে এই হত্যাকান্ড বলে খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম হয়ে রয়েছে অনুব্রত মন্ডলের গড়। 


আরও পড়ুন খাস অনুব্রত গড়ে খুন TMC নেতা, পাথর খাদানে চলছে খোঁড়াখুঁড়ি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম