বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

PKL 10 : ফাইনালে পুনেরি পল্টন বনাম হরিয়ানা স্টিলার্সের

PKL 10 : ফাইনালে পুনেরি পল্টন বনাম হরিয়ানা স্টিলার্সের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/FotoJet-1-3.jpg
প্রো কবাডি লীগের দশম আসরের (PKL 10) রোমাঞ্চ অনেকটাই বেড়েছে। টুর্নামেন্ট এখন শেষ পর্যায়ে। বুধবার হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে পুনেরি পল্টন এবং হরিয়ানা স্টিলার্সের দল জিতে টুর্নামেন্টের ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। আগামী ১ মার্চ এই দুই দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিন জানা যাবে দশম আসরের চ্যাম্পিয়ন দল কোনটি। বুধবার তিনবারের চ্যাম্পিয়ন পাটনা পাইরেটসকে ৩৭-২১ ব্যবধানে হারিয়ে প্রো কবাডি লীগ সিজন ১০-এর প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে পুনেরি পল্টন। পুনেরি পল্টন এই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করেছিলেন। এই ম্যাচে দলের অধিনায়ক আসলাম ইনামদার তাঁর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আসলাম ইনামদারের ৭ রেইড […]


আরও পড়ুন PKL 10 : ফাইনালে পুনেরি পল্টন বনাম হরিয়ানা স্টিলার্সের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম