বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Tragic Incident: ঝাড়খণ্ডের জামতারায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১২

Tragic Incident: ঝাড়খণ্ডের জামতারায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১২
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Several-Injured-After-Train-Collision-in-Jamtara-Jharkhand.jpg
বুধবার রাতে ঝাড়খণ্ডের জামতারা জেলায় একটি বেদনাদায়ক ট্রেন (Tragic Incident) দুর্ঘটনা ঘটেছে। কালঝরিয়ার কাছে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে রেললাইনের কাছে থেকে এখনও দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতও হয়েছেন অনেকে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বলা হচ্ছে, তারা সবাই আসানসোল-ঝাঝা প্যাসেঞ্জার ট্রেনে ভ্রমণ করছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে কালঝরিয়ার কাছে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এ সময় লোকজন ট্রেন থেকে নেমে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকে। এরপর সামনে থেকে আসা ভাগলপুর-যশোবন্তপুর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে তার। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামতারা-কারমাতান্ডের কালঝরিয়ার কাছে ট্রেনের ধাক্কায় প্রায় ১২জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন মারা গেছেন। দুর্ঘটনায় আরও অনেকের গুরুতর আহত […]


আরও পড়ুন Tragic Incident: ঝাড়খণ্ডের জামতারায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১২

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম