Mohun Bagan : নিজের সেরাটা দিতে চান কামিন্স, মন পাবেন হাবাসের?
Mohun Bagan : নিজের সেরাটা দিতে চান কামিন্স, মন পাবেন হাবাসের?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Jason-Cummings-Shines-as-Mohun-Bagan.jpg
আইএসএলের (Indian Super League) প্রথম লেগের শেষটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant) ফুটবল দলের। শেষ কয়েকটি ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছিল সার্জিও লোবেরার ওডিশা এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসি ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মতো হেভিওয়েটদের কাছে ও পরাজিত হতে হয়েছিল তাদেরকে। যা নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। এমনকি মোহনবাগান গ্যালারী থেকে ও গো ব্যাক স্লোগান উঠতে থাকে একাধিকবার। এই পরিস্থিতিতে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসকে দেওয়া হয় দলের দায়িত্ব। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই দলের দায়িত্ব সামলে আসছেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। ডার্বি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হলেও […]
আরও পড়ুন Mohun Bagan : নিজের সেরাটা দিতে চান কামিন্স, মন পাবেন হাবাসের?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম