সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

East Bengal : আগামীকাল থেকে অনুশীলনে আলেকজান্ডার, খেলতে পারেন জামশেদপুর ম্যাচ 

East Bengal : আগামীকাল থেকে অনুশীলনে আলেকজান্ডার, খেলতে পারেন জামশেদপুর ম্যাচ 
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/East-Bengal-Gears-Up-for-ISL-Second-Leg-Derby-Commences-Preparations-from-Thursday.jpg
স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাসের চোট পাওয়ায় পর থেকেই দলের রক্ষনভাগ নিয়ে প্রবল চাপে ছিল লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC)। তবে সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে কিছুদিন আগেই তার বদলি হিসেবে নিশ্চিত করা হয় সার্বিয়ান তারকা আলেকজান্ডার পান্টিককে (Aleksandar Pantic)। পূর্বে সার্বিয়ার অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় স্তরের যাত্রা শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই পরে অনূর্ধ্ব ২০ এমনকি অনূর্ধ্ব ২১ ফুটবল দলেও সুযোগ করে নেন এই প্রতিভাবান ফুটবলার। তারপর সেখান থেকেই দেশের প্রধান দলে। সেখানে ও খেলেছেন বেশকিছু ম্যাচ। এই বিবিধ অভিজ্ঞতার মিশ্রন নিয়েই আইএসএলে (Indian Super League) আসতে চলেছেন বছর একত্রিশের এই ডিফেন্ডার। গত কয়েকদিন আগেই পেয়ে গিয়েছিলেন ভারতে আসার […]


আরও পড়ুন East Bengal : আগামীকাল থেকে অনুশীলনে আলেকজান্ডার, খেলতে পারেন জামশেদপুর ম্যাচ 

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম