বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Hockey India : যৌথ বিবৃতি দিয়ে ওড়ানো হল অন্তর্দ্বন্দ্বের অভিযোগ

Hockey India : যৌথ বিবৃতি দিয়ে ওড়ানো হল অন্তর্দ্বন্দ্বের অভিযোগ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/FotoJet-22.jpg
হকি ইন্ডিয়ার (Hockey India) দীর্ঘ দিনের সিইও এলেনা নরম্যান প্রায় ১৩ বছর এই পদে থাকার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন। ইস্তফা দেওয়ার সময় তিনি অভিযোগ করেছিলেন, ফেডারেশনে পারস্পরিক দলাদলির কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে, এর পরেই তাঁর পদত্যাগ করার সিদ্ধান্ত। যদিও হকি ইন্ডিয়া এলেনা নরম্যানের অভিযোগ অস্বীকার করেছে। পদত্যাগের পর নরম্যান পিটিআইকে বলেছিলেন, দুই গোষ্ঠীর লড়াইয়ে কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। হকি ইন্ডিয়ায় দুটি গোষ্ঠী রয়েছে। একদিকে আমি এবং দিলীপ তিরকে (শভাপতি), অন্যদিকে (সচিব) ভোলানাথ সিং, (এক্সিকিউটিভ ডিরেক্টর) কমান্ডার আর কে শ্রীবাস্তব এবং (কোষাধ্যক্ষ) শেখর জে মনোহরন। কিছু লোক আছেন যারা ক্ষমতা দখল করতে চান এবং একদিকে দিলীপ, যিনি একজন […]


আরও পড়ুন Hockey India : যৌথ বিবৃতি দিয়ে ওড়ানো হল অন্তর্দ্বন্দ্বের অভিযোগ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম