বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

East Bengal : ফেলিসিও ব্রাউনকে নিয়ে খুশি নন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ

East Bengal : ফেলিসিও ব্রাউনকে নিয়ে খুশি নন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/FotoJet-21.jpg
আইএসএল ২০২৩-২৪ এর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগেই ফেলিসিও ব্রাউনকে (Felicio Brown) সই করিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচেই গোল দিয়ে ক্লাবের যাত্রা শুরু করেন তিনি। তবে এরপর থেকে পরের চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে কোনো অবদান রাখতে পারেননি তিনি। যার ফলে অধৈর্য হয়ে উঠছেন লাল হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই খেলোয়াড়ের প্রতি তাঁদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। অনেকের ধারণা, প্রোফাইল ভালো হলেও মাঠের পারফরম্যান্স মোটেও বলার মতো নয়। আদপে পুরোটাই নাকি হাইপ! Captaining Felicio Brown ahead of Petratos was one of the worst decisions one could make! Differential gone […]


আরও পড়ুন East Bengal : ফেলিসিও ব্রাউনকে নিয়ে খুশি নন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম