Hockey India : নার্ভ শক্ত রেখে স্পেনকে পরাজিত করল ভারত
Hockey India : নার্ভ শক্ত রেখে স্পেনকে পরাজিত করল ভারত
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/India-Mens-Hockey-Team-Geared-Up-for-FIH-Hockey-Pro-League.jpg
অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশের দৌলতে রৌরকেল্লায় এফআইএইচ হকি প্রো (FIH Pro League) লিগের পঞ্চম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ৮-৭ শ্যুটআউটে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত (Hockey India)। হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, ললিত উপাধ্যায়, অভিষেক ও রাজ কুমার পাল ভারতকে (India vs Spain) বোনাস পয়েন্ট এনে দেন। জারমনপ্রীত সিং কোণ থেকে প্রথম মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করায় ভারত আক্রমণাত্মক নোটে খেলাটি শুরু করেছিল। স্পেন পিছিয়ে পড়ার পর ভাল প্রতিক্রিয়া জানিয়েছিল এবং একটি দ্রুত কাউন্টার অ্যাটাক খেলতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যে পেনাল্টি কর্ণার পেয়ে যায় তারা। হোসে বাস্তেরার গোলে সমতায় ফেরে স্পেন। স্পেনের ডিফেন্ডারদের উপর ক্রমাগত চাপ বজায় রেখেছিল ভারত। আকাশদীপ শীঘ্রই একটি পিসি […]
আরও পড়ুন Hockey India : নার্ভ শক্ত রেখে স্পেনকে পরাজিত করল ভারত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম