মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

East Bengal : অপেক্ষার অবসান, এবার দেশে ফিরছেন ক্রেসপো 

East Bengal : অপেক্ষার অবসান, এবার দেশে ফিরছেন ক্রেসপো 
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Footballer-Saul-Crespo.jpg
এবারে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই খেলতে গিয়ে চোট পান লাল-হলুদের (East Bengal ) স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo)। যার দরুন ম্যাচের মাঝপথেই উঠে চলে যেতে হয়েছিল এই তারকাকে। পরবর্তীতে পরীক্ষা করলেই বোঝা যায় তার চোটের কথা। সেকারনে ডার্বি ম্যাচের পরেই ভারত ছেড়ে স্পেনে চলে যান সাউল ক্রেসপো। তার অনুপস্থিতিতে যথেষ্ট চাপে চলে আসে কলকাতা ময়দানের এই প্রধান। তাই পরবর্তী ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে যথেষ্ট চাপে চলে আসে গোটা দল। মাঝ মাঠে সাউল ক্রেসপোর পাশাপাশি সৌভিক চক্রবর্তীর মত দাপুট ফুটবলের অনুপস্থিতিতে বাড়তি সুবিধা পেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। মাঝমাঠ থেকে ঘনঘন আক্রমণ করে […]


আরও পড়ুন East Bengal : অপেক্ষার অবসান, এবার দেশে ফিরছেন ক্রেসপো 

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম