East Bengal vs Odisha FC : বরাবর লোবেরার বাধা হয়েছেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের সামনে খেলা ঘোরানোর সুযোগ আজ
East Bengal vs Odisha FC : বরাবর লোবেরার বাধা হয়েছেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের সামনে খেলা ঘোরানোর সুযোগ আজ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/FotoJet-6-1.jpg
প্রতিযোগিতার চার মরসুম পরেও ইস্টবেঙ্গল এফসি আইএসএলে পরপর জয়ের রেকর্ড করতে পারেনি। যদিও তাদের সাম্প্রতিক ফর্মও খুব একটা উত্সাহজনক নয়। এবারের মরসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে হলে ওড়িশা এফসির বিরুদ্ধে (East Bengal vs Odisha FC) ম্যাচে ভালো ফলাফল করতেই হবে তাদের। এই মরসুমে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় শক্তি হল দলের ফ্রন্টলাইন। ভারতীয় জুটি নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গলের আক্রমণভাগের অন্যতম দুই চালিকা শক্তি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা চলতি মরসুমেও গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন একাধিক ম্যাচ। পরিসংখ্যান অনুযায়ী, হেড কোচ কার্লেস কুয়াদ্রাত ওড়িশা এফসির বর্তমান কোচ সের্জিও লোবেরার বিরুদ্ধে চারটি ম্যাচ জিতেছেন, যা আইএসএলে কোনও ট্যাকটিশিয়ানের বিরুদ্ধে তাঁর রেকর্ড […]
আরও পড়ুন East Bengal vs Odisha FC : বরাবর লোবেরার বাধা হয়েছেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের সামনে খেলা ঘোরানোর সুযোগ আজ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম