Sourav Kumar: রেলস্টেশনে মারতেন বড় বড় ছয়, লোক ডাকত 'ধোনি' বলে, চিনে নিন সৌরভকে
Sourav Kumar: রেলস্টেশনে মারতেন বড় বড় ছয়, লোক ডাকত 'ধোনি' বলে, চিনে নিন সৌরভকে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Saurabh-Kumar-Baraut.jpg
বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমার (Sourav Kumar) বারাউতের সতীর্থদের মধ্যে শেন ওয়ার্ন নামেই পরিচিত ছিলেন। তিনি যখন রেলস্টেশনে ছক্কা মারতেন, তখন লোকে তাঁকে ধোনি বলে ডাকত। বর্তমানে সৌরভের পরিবার গাজিয়াবাদের রাজ নগরে বসবাস করছে। সৌরভের দুই ভাই ও এক বোন। তার বড় ভাই গৌরব বিমান বাহিনীতে কর্মরত। মা ঊষা গৃহিণী। সৌরভের পরিবার ২০০৪ সালে বুধানা এলাকার বিটওয়াদা গ্রাম ছেড়ে বারাউতের আজাদ নগরে থাকতে শুরু করে। ২০০৬ সালে পরিবারটি মিরাটে স্থানান্তরিত হয়। দীর্ঘদিন ধরে সৌরভ বাগপতের বারাউতে ক্রিকেট খেলছেন। তাকে নির্বাচিত করার পর মেরঠ, মুজফফরনগর ও বাগপতের বারাউতে খুশির পরিবেশ তৈরি হয়েছে। তিনি বামহাতি স্পিন বোলিং করেন এবং একজন বাঁহাতি ব্যাটসম্যান। বারাউতের […]
আরও পড়ুন Sourav Kumar: রেলস্টেশনে মারতেন বড় বড় ছয়, লোক ডাকত 'ধোনি' বলে, চিনে নিন সৌরভকে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম