বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

Malda: রাহুলের সঙ্গেই 'কংগ্রেসি কমরেড' কানহাইয়া, ন্যায় যাত্রায় অস্বস্তি লুকোচ্ছে বাম শিবির

Malda: রাহুলের সঙ্গেই 'কংগ্রেসি কমরেড' কানহাইয়া, ন্যায় যাত্রায় অস্বস্তি লুকোচ্ছে বাম শিবির
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Rahul-gandhi-19.jpg
আগুনখেকো কমিউনিস্ট (CPI) ছাত্র নেতা ছিলেন কানহাইয়া কুমার। বিহারের ‘লাল কেল্লা’ বলে চর্চিত বেগুসরাইয়ের ভূমিপুত্র তিনি। তবে গত লোকসভা ভোটে বিজেপির কাছে হারেন কানহাইয়া। তারপরেই দলত্যাগ করে কংগ্রেসে ঢুকে পড়েন। সেই কানহাইয়া কুমারকে নিয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহারের একাংশ ঘুরে ফের পশ্চিমবঙ্গ সফরে রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, বিহারের কাটিহার থেকে পশ্চিমবঙ্গের মালদায় (Malda) হবে ন্যায় যাত্রা। মালদা জেলা কংগ্রেস সূত্রে খবর হরিশ্চন্দ্রপুরের মাহারাপাড়ায় রাহুল গান্ধীকে সংবর্ধনা জানানো হবে। সুজাপুর হাতিমারি মাঠে গিয়ে শেষ হবে। বৃহস্পতিবার সুজাপুর পার্টি অফিস থেকে যাত্রা শুরু করে কালিয়াচক, বৈষ্ণব নগর হয়ে ন্যায় যাত্রা ফারাক্কায় ঢুকবে। এই যাত্রায় মালদা জেলা সিপিআইএমের নেতৃত্ব উপস্থিত থাকবেন। […]


আরও পড়ুন Malda: রাহুলের সঙ্গেই 'কংগ্রেসি কমরেড' কানহাইয়া, ন্যায় যাত্রায় অস্বস্তি লুকোচ্ছে বাম শিবির

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম