সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Sneha Chatterjee: টলিউডে স্বজনপোষণকে ভালো চোখেই দেখেন স্নেহা!

Sneha Chatterjee: টলিউডে স্বজনপোষণকে ভালো চোখেই দেখেন স্নেহা!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Sneha.jpg
Sneha Chatterjee: “আমি ন্যায়-অন্যায়ের ঊর্ধ্বে গিয়ে বলছি যে, এখন যে সমস্ত হাউজ়ে আমি কাজ করি, প্রত্যেকটা হাউজ় একটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউজ়ের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ারিং করতে গেলে নানারকমের সমস্যা হয়। অনেক অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। সেটা এড়িয়ে চলার জন্য প্রত্যেক হাউজ় নিজের মতো করে আর্টিস্ট ব্যাকিং করে।” এমনটাই বলেছিলেন কার কাছে কই মনের কথা নায়িকা স্নেহা চট্টোপাধ্যায়। স্নেহার (Sneha Chatterjee) দাবি, ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তিনি স্বজনপোষণ দেখেওছিলেন। কিন্তু সেটা অন্যায় বলে মনে করেন না স্নেহা। নায়িকার দাবি, ‘আমি একজনকে ভালবাসি, আর একজনকে বাসি না। এরকমটা তো হয়। সেটা প্রযোজক-অভিনেতার মধ্যেও হতে পারে। সুতরাং, বিষয়টাকে […]


আরও পড়ুন Sneha Chatterjee: টলিউডে স্বজনপোষণকে ভালো চোখেই দেখেন স্নেহা!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম