Ram Mandir: অযোধ্যার নক্ষত্র নরেন্দ্র মোদী
Ram Mandir: অযোধ্যার নক্ষত্র নরেন্দ্র মোদী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Prime-Minister-Ram-Mandir.jpg
কেউ কেউ বলছেন, বৃত্ত সম্পূর্ণ হল। রামমন্দির আন্দোলনের জন্মলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল যাঁকে, তাঁর হাত দিয়েই প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। রামমন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠায় লাইমলাইটে প্রধানমন্ত্রী। ক্যামেরার লেন্স থেকে অতিথিদের ভাষণ। সর্বত্রই নক্ষত্রের নাম নরেন্দ্র মোদী। ২২ জানুয়ারি, ২০২৪। দিনটা অযোধ্যার। দিনটা রামের। দিনটা নরেন্দ্র মোদীরও। হলুদ-গেরুয়া ফুলে সাজানো রামমন্দির। সাদা ধুতি- সোনালি পাঞ্জাবি ও কোটে প্রধানমন্ত্রী। ঘড়িতে বারোটা বেজে পাঁচ। লং শটে মন্দিরের দিকে এগোচ্ছেন তিনি। ক্যামেরা ফলো করছে, ধীরে ধীরে প্রবেশ করলেন গর্ভগৃহে। তারপর পুজো। ৮৪ সেকেন্ডের পুজোয় প্রাণপ্রতিষ্ঠা। সব সেরে মন্দির থেকে বেরলেন তিনি। হাজারো ক্যামেরার ঝলকানি মন্দিরকে ঘিরে। হাজারো ক্যামেরার নজর প্রধানমন্ত্রীর দিকেই। […]
আরও পড়ুন Ram Mandir: অযোধ্যার নক্ষত্র নরেন্দ্র মোদী
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম