Purulia: ৫৫১ কেজি লাড্ডু বিলি আর লক্ষ প্রদীপ জ্বালিয়ে পুরুলিয়ায় অকাল দীপাবলি
Purulia: ৫৫১ কেজি লাড্ডু বিলি আর লক্ষ প্রদীপ জ্বালিয়ে পুরুলিয়ায় অকাল দীপাবলি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Ram-Mandir-5.jpg
উদ্বোধন হয়েছে রাম মন্দির (Ram Mandir)। প্রদীপ জেলে অকাল দীপাবলিতে মাততে চলেছে পুরুলিয়া (Purulia)। এইদিন পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দিরে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হবে। ভক্তদের উদ্দেশ্যে বিলি করা হবে প্রায় ৫৫১ কেজির মতিচুর লাড্ডু। একেবারে সাজো, সাজো রব গোশালা মন্দির চত্বরে। একেবারেই অকাল দীপাবলীর চেহারা নিতে চলেছে পুরুলিয়া শহরের এই মন্দির। শ্রী হনুমান চালীসার প্রচার সমিতির উদ্যোগে এই আয়োজন। প্রদীপ প্রজ্জ্বলন শেষে হবে হনুমান চালীসা পাঠ, কীর্তন ও ভজন। সমিতির মুখপাত্র তথা বজরং দলের নেতা সুরজ শর্মা বলেন , আমরা ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের লক্ষ্য নিয়েছি। তবে তা ছাপিয়ে যাবে। একটি র্যালি বের হবে। হনুমান মন্দিরের উল্টো দিকের […]
আরও পড়ুন Purulia: ৫৫১ কেজি লাড্ডু বিলি আর লক্ষ প্রদীপ জ্বালিয়ে পুরুলিয়ায় অকাল দীপাবলি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম