অযোধ্যায় আমন্ত্রণ পাননি দত্তপুকুরের রাম মূর্তির কারিগর
অযোধ্যায় আমন্ত্রণ পাননি দত্তপুকুরের রাম মূর্তির কারিগর
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Ram-Mandir.jpg
অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। আনুষ্ঠানিকভাবে খুলেছে চলেছে রাম মন্দিরের দরজা। রাম মন্দিরের জন্য দুটি ফাইবার দিয়ে তৈরি রাম দত্তপুকুর থেকে পাড়ি দিয়েছিল সুদূর অযোধ্যায়। এই দুই মূর্তি তৈরি করেছিলেন দত্তপুকুর বিট্টু ফাইবার গ্লাস প্রতিষ্ঠানের জামালউদ্দিন এবং তার ছেলে বিট্টু। সাত মাস আগে সেই মূর্তিগুলি পৌঁছয় অযোধ্যায়। জামালউদ্দিন জানান, শিল্পী হিসেবে তার কাছে আজ অত্যন্ত খুশির দিন। তার হাতে তৈরি রামের মূর্তি পৌঁছে গিয়েছে অযোধ্যাতে। তবে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাননি তিনি। জামালউদ্দিন বলেন, ‘সাম্প্রদায়িকতা দাবানলের থেকেও ভয়ংকর। যে কোনও রাজনৈতিক দল সস্তার রাজনীতি করতে গিয়ে তা ব্যবহার করে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকা উচিত, ধর্ম ধর্মের জায়গায় থাকা উচিত। ধর্ম নিয়ে রাজনীতি […]
আরও পড়ুন অযোধ্যায় আমন্ত্রণ পাননি দত্তপুকুরের রাম মূর্তির কারিগর
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম