সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

Margrethe II: বছর শুরুতেই সিংহাসন ছাড়লেন ডেনিশ রানি মার্গারেট

Margrethe II: বছর শুরুতেই সিংহাসন ছাড়লেন ডেনিশ রানি মার্গারেট
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Margrethe-II.jpg
নতুন বছরের শুরুতেই পদত্যাগ ডেনমার্কের রানি মার্গারেট টু (Margrethe II)। দীর্ঘ ৫০ বছর ক্ষমতায় থাকার পর আচমকাই নতুন বছরের শুরুতেই নিজের পদত্যাগের কথা দেশবাসীকে জানান তিনি। নতুন বছরের ভাষণ, প্রতিবছর যা ড্যানিশ টিভিতে দেখানো হয়। সেই টেলিভিশনের সামনেই নিজের পদত্যাগের কথা জানান রানি মার্গারেট। ৮৩ বছর বয়সী মার্গারেট ২ এর জায়গায় রাজা হিসেবে স্থলভাষিক্ত হচ্ছেন তার ছেলে প্রিন্স ফ্রেডেরিক।আগামী ১৪ জানুয়ারি ৮৩ বছর বয়সী এই রানি পদত্যাগ করবেন। ১৯৭২ সালে পিতা রাজা ফ্রেডেরিকের মৃত্যুর পর তিনি সিংহাসন গ্রহণ করেন। তবে ২০২৩ সালের রানি মার্গারেটের পিঠে অস্ত্রোপচার হলে তিনি সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই […]


আরও পড়ুন Margrethe II: বছর শুরুতেই সিংহাসন ছাড়লেন ডেনিশ রানি মার্গারেট

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম