মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

Mamata Shankar: বাছাই করে কোন কাজটি করেন মমতা শঙ্কর?

Mamata Shankar: বাছাই করে কোন কাজটি করেন মমতা শঙ্কর?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Mamata-Shankar.jpg
Mamata Shankar: ‘আমি প্রথমেই দেখি পরিচালকের সঙ্গে কথা বলতে কেমন লাগছে। যদি কথা বলে বুঝতে পারি, যে ভাবে তিনি কোনও গল্প ভেবেছেন, সেটা করার মতো যোগ্যতা বা আত্মবিশ্বাস তাঁর রয়েছে, তখন আমি বাকি সব দেখি। আমার চরিত্রটা কেমন, সেটা দেখি। তবে সব সময় যে ঠিক বুঝি, তা-ও বলতে পারব না। অনেক সময় খুব বেশি জটিল, ইন্টেলেকচুয়াল চিত্রনাট্য হলেও আমার ভাল লাগে না।’ এদিনের প্রশ্নে এমনই উত্তর দিলেন মমতা (Mamata Shankar)। বললেন, ‘আমায় মাথায় রাখতে হয় যে, আমি একটা নাচের স্কুলও চালাই। আমার নৃত্যশিল্পী হিসাবে একটা পরিচয় রয়েছে। এমন কিছু করব না যেটা অন্য কেউ করলে আমি নাক সিঁটকে বলতাম, ‘‘উনি […]


আরও পড়ুন Mamata Shankar: বাছাই করে কোন কাজটি করেন মমতা শঙ্কর?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম