মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

TMC: দুটোর বেশি দেব না কংগ্রেসকে, আসন নিয়ে অবস্থান বদল মমতার

TMC: দুটোর বেশি দেব না কংগ্রেসকে, আসন নিয়ে অবস্থান বদল মমতার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Rahul-Gandhi-mamata-Mumbai-.jpg
রাজ্যে একলাই ৪২টি আসনে লড়ার বার্তা দিয়েছিলেন। এবার অবস্থান বদল করলেন TMC নেত্রী মমতা। মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,সেখানে তিনি বলেন, দুটো আসন দেব। কংগ্রেসের প্রতি এমনই বার্তা তৃণমূল নেত্রীর। যদিও মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠকে একলা চলো বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বীরভূম জেলা নিয়ে সাংগঠনিক বৈঠকে মমতা বলেন, ‘কংগ্রেস আসলে উল্টোপাল্টা আসন দাবি করে সিপিএম ও বিজেপির সুবিধা করে দিতে চায়।’ মঙ্গলবার মমতা বৈঠকে বলেছেন, “আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি কংগ্রেসকে দুটো আসন ছাড়ব বলেছি। কিন্তু ওরা তিনটে, চারটে, দশটা, বারোটা যা খুশি বলছে। আমি দুটোর বেশি ছাড়ব না বলে দিলাম।” […]


আরও পড়ুন TMC: দুটোর বেশি দেব না কংগ্রেসকে, আসন নিয়ে অবস্থান বদল মমতার

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম