Long Tailed Shrike: খুনের নেশায় ঘোরে কসাই পাখি, শিকারেই পায় আনন্দ
Long Tailed Shrike: খুনের নেশায় ঘোরে কসাই পাখি, শিকারেই পায় আনন্দ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Long-Tailed-Shrike-bird.jpg
পাখির নাম কসাই। নাম শুনে অনেকেই হয়ত অবাক হবেন যে পাখির নাম আবার কসাই হয় নাকি। কিন্তু এদের আচরণ এতটাই নিষ্ঠুর যে কসাই পাখি নামেই পরিচিতি লাভ করেছে। অদ্ভুত শিকার ধরার ক্ষমতা আছে এদের। পেট ভরে গেলেও পাখিটির থামেনা নিষ্ঠুরতা। সুযোগ পেলে প্রয়োজনের বেশি শিকার করে। বাড়তি শিকার মেরে তা কাঁটা বা অন্য কোনও চোখা জিনিসে গেঁথে ফেলে। পরে সময় বুঝে তা খায়। অর্থাৎ শিকারের আচোরণ বা সভাব অনেকটাই কসাইয়ের মতো বলে এদের কসাই পাখি নামে ডাকা হয়ে থাকে। জীবন্ত শিকার ছিঁড়ে, থেঁতলে, টুকরো-টুকরো করে খায় তারা। এই সময় প্রাণ নিয়ে কোনওরকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে শিকারটি। কিন্তু কসাই […]
আরও পড়ুন Long Tailed Shrike: খুনের নেশায় ঘোরে কসাই পাখি, শিকারেই পায় আনন্দ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম