Hit-And-Run Law: দেশ জুড়ে তেলের সংকট! মোদির 'কালা আইন' তুলতে বিক্ষোভ ট্রাকচালকদের
Hit-And-Run Law: দেশ জুড়ে তেলের সংকট! মোদির 'কালা আইন' তুলতে বিক্ষোভ ট্রাকচালকদের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Truck-Driver-Strike.jpg
গত কয়েক দিন ধরে বেশ কয়েকটি রাজ্যের জ্বালানি পাম্পগুলিতে দীর্ঘ লাইন। তবে সেটি দাম বাড়ার আগে তেল ভরার তাড়া নয়। কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের (Hit-And-Run Law) বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ট্রাক চালকরা। এই বিক্ষোভে যোগ দিয়েছেন জ্বালানি বহনকারী ট্রাক ড্রাইভাররাও। তাতেই দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের সম্ভাবনা তৈরী হয়েছে। মনে করা হচ্ছে যদি বিক্ষোভ দীর্ঘায়িত হয় অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের উপর ব্যাপক প্রভাব পড়বে। বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়সহ বেশ কয়েকটি রাজ্যে ভারতীয় বিচার বিধির হিট অ্যান্ড রান আইনের জন্য উচ্চ শাস্তির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। নতুন আইন অনুযায়ী হিট অ্যান্ড রান মামলায় ১০ বছরের জেল ও […]
আরও পড়ুন Hit-And-Run Law: দেশ জুড়ে তেলের সংকট! মোদির 'কালা আইন' তুলতে বিক্ষোভ ট্রাকচালকদের
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম