Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করবেন না আমির কন্যা!
Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করবেন না আমির কন্যা!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/IRA.jpg
Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করতে চাইছেন না আমির কন্যা ইরা খান। আজ অর্থাৎ ৩রা জানুয়ারি পুরোনো প্রেমিক নূপুর শিখরেকে বিয়ে করতে চলেছেন তিনি।এক সাক্ষাৎকারে আমির খানের বোন নিখাত জানিয়েছেন, যে হবু দম্পতি নুপুরের শিখরের বাড়ির মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন না। বরং ইরা ও নূপুরের বিয়ে হবে নিবন্ধিত নিয়মে। বেনারস, লখনউ এবং দিল্লি থেকে আসা উভয়ের পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হবে সবটা (Ira Khan Wedding)। এর পাশাপাশি নিখাত জানিয়েছেন যে তাঁরা সবাই নূপুরের বাড়িতে মেহেন্দি নিয়ে গিয়েছিলেন বিয়ের আগের দিন। ওইদিন মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনে সবটা করেছেন। মেহেন্দি অনুষ্ঠানে সব মহিলাই নওভারি শাড়িও পরেছিলেন। এর পাশাপাশি নিখাত সংগীত অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন […]
আরও পড়ুন Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করবেন না আমির কন্যা!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম