বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

Elephant Death: ফের গুলিতে মৃত্যু হাতির, কেটে নিয়েছে লেজ

Elephant Death: ফের গুলিতে মৃত্যু হাতির, কেটে নিয়েছে লেজ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/elephant.jpg
নকশালবাড়ি: ফের হাতি মৃত্যু নেপাল সীমান্তে৷ গুলি করে মারা হয়েছে হাতিটিকে৷ তারপর মৃত হাতিটির লেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ এই নিয়ে গত দুমাসে মোট চারটি হাতি মারা গিয়েছে৷ একের পর এক হাতি মৃত্যুতে চিন্তিত পরিবেশপ্রেমীরা সহ বনবিভাগ দফতর৷ সূত্রের খবর, বেশিরভাগ হাতির মৃত্যুর কারণ বৈদ্যুতিক ফেন্সিং, চোরাশিকারির বন্দুকের গুলি৷ নেপালের মোরাং জেলার মুনালঝোরা এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতিকে গুলি করে মারা হয়েছে৷ মারার পর হাতিটির লেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ স্থানীয়রা হাতিটিকে মৃত অবস্থায় দেখে বন বিভাগকে খবর দেয়৷ বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাতিটিকে নেপালের মোরাং জেলার মুনালঝোরা এলাকা থেকে মৃত অবস্থায় […]


আরও পড়ুন Elephant Death: ফের গুলিতে মৃত্যু হাতির, কেটে নিয়েছে লেজ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম