বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

INDIA: আমার সাথে লড়াই করুক মমতা, ওপেন চ্যালেঞ্জ অধীরের

INDIA: আমার সাথে লড়াই করুক মমতা, ওপেন চ্যালেঞ্জ অধীরের
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/mamata-adhir.jpg
আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বাংলায় দুটো আসন দেবে বলেছে দয়ার দরকার নেই”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর বলেন, ” প্রথম দিন থেকেই তো বলছে দুটোর বেশি দেব না। আমরা কি দয়া চেয়েছি। আমরা প্রত্যাখ্যান করেছি। অধীর চৌধুরী বলেন, ওপেন চ্যালেঞ্জ করছি। বহরমপুরে হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি যে কাউকে পাঠাও যদি হারাতে পারো তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। আপনি নিজে আসুন কত তাকত আছে দেখছি, মালদায় নিজে আসুন। বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে, মনে রাখুন মমতা ব্যানার্জি”। ইন্ডিয়া জোটের জট ক্রমশক পাঠিয়ে চলেছে। তার […]


আরও পড়ুন INDIA: আমার সাথে লড়াই করুক মমতা, ওপেন চ্যালেঞ্জ অধীরের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম