Flight Tickets: ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে, যাবেন নাকি দিল্লি?
Flight Tickets: ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে, যাবেন নাকি দিল্লি?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/06/plane-flight.jpg
বছরের শুরুতেই বিমানযাত্রীদের জন্য সুখবর। এবার ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে। 2024-র শুরুতেই টিকিটের দাম (Flight Tickets) কমাল বেসরকারি উড়ান সংস্থা IndiGo। ভাড়ার পরিমাণ 300 থেকে ১,০০০ টাকা পর্যন্ত কমতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার IndiGo-র তরফে বিমানের জ্বালানির দামের উপর থেকে সার্জচার্জ সরিয়ে নেওয়া হয়। যার জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে টিকিটের দাম। অনলাইন বুকিং অ্যাপগুলির তথ্য অনুযায়ী, বর্তমানে হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ভাড়া প্রায় সাড়ে 5000 টাকা। সার্জ চার্জ কমে যাওয়ায় একই দামে মিলছে এই রুটের IndiGo-র টিকিট। undefined বেসরকারি উড়ান সংস্থার তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু’ধরনের রুটের […]
আরও পড়ুন Flight Tickets: ট্রেনের ভাড়ায় চড়তে পারবেন বিমানে, যাবেন নাকি দিল্লি?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম