Brij Bhushan: বিজেপি সাংসদ ব্রিজভূষণ কুস্তিগীরদের হুমকি দিয়েছিল: দিল্লি পুলিশ
Brij Bhushan: বিজেপি সাংসদ ব্রিজভূষণ কুস্তিগীরদের হুমকি দিয়েছিল: দিল্লি পুলিশ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Brijbhushan.jpg
প্রাক্তন রেসলিং ফেডারেশন (WFI) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) কুস্তিগীরদের হুমকি দেন এবং তাদের চুপ থাকতেও বলেন, এমনটাই দাবি করেছে দিল্লি পুলিশ। বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের করা মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির মামলার শুনানি ছিল আজ। সেই শুনানির সময়ই রাউজ অ্যাভিনিউ আদালতে দিল্লি পুলিশ এই কথাগুলো জানায়। প্রাক্তন WFI প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে নতুন করে যুক্তি শুরু করার সময় বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে এই তথ্য জমা দেওয়া হয়। ভূষণের বিরুদ্ধে হয়রানির অভিযোগকারী কুস্তিগীরদের বক্তব্য পড়ে দিল্লি পুলিশের কাউন্সেল বলেন, “আগে কুস্তি খেলনি হ্যায় তো চুপ রেহনা…মেই কিসি কা ক্যারিয়ার বানা সক্ত হু বিগদ ভি সক্ত হু […]
আরও পড়ুন Brij Bhushan: বিজেপি সাংসদ ব্রিজভূষণ কুস্তিগীরদের হুমকি দিয়েছিল: দিল্লি পুলিশ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম