CPIM: আর নয় ব্রিগেড, ৯০বছরে প্রয়াত প্রাক্তন বিধায়ক মহারানি কোঙারের দেহ দান
CPIM: আর নয় ব্রিগেড, ৯০বছরে প্রয়াত প্রাক্তন বিধায়ক মহারানি কোঙারের দেহ দান
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Maharani-konar.jpg
দুবছর আগেও অশীতিপর মহারানি কোঙার ছিলেন বিস্ময়। দলের হয়ে নব্য প্রজন্মের সাথে পাল্লা দিয়ে মিছিল করছিলেন। সংবাদমাধ্যমে তুমুল চর্চিত হয়েছিল সেই ছবি। ব্রিগেডে মিটিং হলেই যেতেন। মেমারির প্রাক্তন CPIM বিধায়ক মহারানি কোঙারের কাছে বয়স কোনও ব্যাপার ছিলনা। এবার আর ব্রিগেড যাওয়া হলো না। তিনি প্রয়াত। প্রবীণ বাম বিধায়কের দেহ চিকিতসা বিজ্ঞানের জন্য দান করা হয়েছে। সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি জানিয়েছে, তাঁর মরদেহ বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি জানিয়েছে, মহারানি কোঙার ১৯৩৩ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ অর্জন করেন। মেমারি এলাকায় সংগঠন গড়ে তোলার […]
আরও পড়ুন CPIM: আর নয় ব্রিগেড, ৯০বছরে প্রয়াত প্রাক্তন বিধায়ক মহারানি কোঙারের দেহ দান
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম