রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

Brigade Rally: ব্রিগেড ভরালেও ভোটে তো বাম শূন্য! এক সুরে আক্রমণে তৃণমূল-বিজেপি

Brigade Rally: ব্রিগেড ভরালেও ভোটে তো বাম শূন্য! এক সুরে আক্রমণে তৃণমূল-বিজেপি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Kunal-Dilip.jpg
আজ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। ইতিমধ্যেই দলে দলে ব্রিগেডমুখী ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকেরা। ক্রমশই লাল পতাকায় ভরে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তারই মাঝে সিপিএম-এর যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি নেতা দিলীপ ঘোষের। কুণাল ঘোষ বলেন, ‘ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন, কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেড দেখিয়ে, ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, শিয়ালদা থেকে এত মানুষ এল, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। যারা যাবেন আজ লালঝান্ডা নিয়ে, তারা […]


আরও পড়ুন Brigade Rally: ব্রিগেড ভরালেও ভোটে তো বাম শূন্য! এক সুরে আক্রমণে তৃণমূল-বিজেপি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম