Minakshi Mukherjee: ব্যস্ত 'পলি'র ভাষণ শুনতে মা-বাবা ব্রিগেডে
Minakshi Mukherjee: ব্যস্ত 'পলি'র ভাষণ শুনতে মা-বাবা ব্রিগেডে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Minakshi-Mukherjee-2.jpg
কুলটির চলবলপুরেই বড়ো হয়ে ওঠা। রবিবার বামেদের ব্রিগেডের প্রধান মুখ কুলটির সেই মেয়ে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) কথা শুনতে রবিবার সকাল সকাল ট্রেন ধরে ফেলেছেন এলাকার লোকজন। তাদের সঙ্গেই আসছেন মীনাক্ষীর বাবা জেলা কমিটির সদস্য মনোজ মুখোপাধ্যায় ওরফে সাগর মুখোপাধ্যায়, মা পারুল মুখোপাধ্যায়। তার মাও রয়েছেন পার্টির কাজে। এদিন সীতারামপুর স্টেশন থেকে কোলফিল্ড ট্রেনে ওঠেন তারা। বিজয় দশমীর পরের দিনই ইনসাফ যাত্রার প্রস্তুতির জন্য কুলটি থেকে কলকাতায় চলে আসেন মীনাক্ষী। তারপর থেকে আর দেখা হয়নি। ইনসাফ যাত্রা যেদিন আসানসোল কুলটি হয়ে পুরুলিয়ার পথে যায় সেদিনই মা-বাবার সঙ্গে কিছু সময়ের জন্য দেখা হয়েছিল তার। এবার মেয়ের বক্তব্য শুনতে […]
আরও পড়ুন Minakshi Mukherjee: ব্যস্ত 'পলি'র ভাষণ শুনতে মা-বাবা ব্রিগেডে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম