বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

অন্তরঙ্গ সময় কাটাতে প্রেমিকা-প্রেমিকার বেঙ্গল সাফারি পার্ক পাড়ি

অন্তরঙ্গ সময় কাটাতে প্রেমিকা-প্রেমিকার বেঙ্গল সাফারি পার্ক পাড়ি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/leopard.jpg
বন্দিদশা থেকে মুক্তি পেতে চলেছে প্রেমিক-প্রেমিকা৷ এবার অন্তরঙ্গ সময় কাটাতে যুগল পাড়ি দিচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে৷ এই চিতাবাঘ জুটির নাম দাবাং ও ইভা৷ জনকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না এতদিন ধরে দুজনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বনকর্মী পার্থ সিনহা ও চিকিৎসক উৎপল শর্মা৷ বনদফতর সূত্রে জানা গিয়েছে, কার্সিয়াংয়ের ডাউহিল এলাকা থেকে মাত্র দুই বছর বয়সে দাবাং-কে উদ্ধার করে আনা হয়েছিল৷ ছোটবেলা থেকেই অত্যন্ত ডানপিটে ও মস্তান প্রকৃতির ছিল সে৷ তাই তার নাম দেওয়া হয়েছিল দাবাং৷ নীলপাড়া রেঞ্জের বিচ চা বাগান থেকে ইভা-কে ছয় মাস বয়সে উদ্ধার করে আনা হয়৷ তখন থেকেই দুজনকে পিতৃস্নেহে লালনপালন করে আসছিলেন […]


আরও পড়ুন অন্তরঙ্গ সময় কাটাতে প্রেমিকা-প্রেমিকার বেঙ্গল সাফারি পার্ক পাড়ি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম