Mamata Banerjee: রাহুলের সফরের মাঝেই মালদায় ফের জোট বিরোধী বার্তা দিলেন মমতা
Mamata Banerjee: রাহুলের সফরের মাঝেই মালদায় ফের জোট বিরোধী বার্তা দিলেন মমতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/mamata-6.jpg
বিহার থেকে মালদায় ঢুকেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার বিতর্ক তুলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করেছেন তৃ়নমূলকে। তিনি বলেন, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ তৃণমূল সরকার কেন নিরাপত্তা দেয়নি এমনই অভিযোগ কংগ্রেসের। এরই মাঝে মালদায় সফর করে মুখ্যমন্ত্রী ও তৃ়নমূল নেত্রী মমতা ফের বললেন কংগ্রেসের সাথে সমঝোতা নেই। মালদায় প্রশাসনিক সভামঞ্চ থেকেই সরাসরি কংগ্রেসকে নিশানা করেন মমতা। তিনি বলেন ‘মালদায় পরপর দুটো আসনে ওরা জিতেছে। ভোটে জিতে আপনাদের জন্য কী করেছে কংগ্রেস? বিজেপির হাত শক্তিশালী করার জন্য লড়বে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়ছে।’ এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা […]
আরও পড়ুন Mamata Banerjee: রাহুলের সফরের মাঝেই মালদায় ফের জোট বিরোধী বার্তা দিলেন মমতা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম