নাড়ুর গন্ধে হাতির হানা, সাবাড় করল চাল-ডালও
নাড়ুর গন্ধে হাতির হানা, সাবাড় করল চাল-ডালও
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Elephant-Attack.jpg
উত্তরবঙ্গে ফের হাতির হানা৷ রাতের অন্ধকারে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ গজরাজের৷ দোকান সহ বাড়িতে ঢুকে নাড়ু, চাল ও ডাল করল সাবার৷ ঘটনাদুটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ও বানারহাট কলোনিতে৷ যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷ জানা গিয়েছে, শনিবার গভীর রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাট মেঘনাদ সাহা নগরে একটি মুদির দোকানে হানা দেয় হাতি৷ দোকান ভেঙে সাবার করে চাল, ডাল, চিনি সহ অন্যান্য খাদ্যসামগ্রী৷ শুধু তাই নয় দোকানের ভিতরে থাকা ফ্রিজ ও শোকেস ভেঙে গুড়িয়ে দিয়েছে গজরাজ৷ রবিবার দোকান খুলতে গিয়ে দোকানদার কেশবলাল শর্মা দেখেন হামলা চালিয়েছে হাতি৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেশবলাল জানান, এই নিয়ে তাঁর দোকান […]
আরও পড়ুন নাড়ুর গন্ধে হাতির হানা, সাবাড় করল চাল-ডালও
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম