শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন
শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/ac-local-train.jpg
কলকাতা: বহু প্রতিক্ষার পর অবশেষে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে৷ আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে এই AC কামরা৷ প্রথমে মহিলা কামরা দিয়ে যাত্রা শুরু হলেও ধাপে ধাপে অন্য অংশেও তা বাড়ানো হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে৷ পূর্ব রেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখানো হবে৷ রানাঘাট-শিয়ালদহ অংশে মাতৃভূমি লোকালে চলবে এই প্রথম শ্রেণির কামরাসহ লোকাল ট্রেন৷ এরপর শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলকভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷ তবে, রানাঘাট-শিয়ালদহ শাখার ঠিক কোন কোন মাতৃভূমি লোকালে প্রথম […]
আরও পড়ুন শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম