Attack On ED: নিজের মুন্ডু কাটব বলেও ভয়ে লুকিয়ে শাহজাহান
Attack On ED: নিজের মুন্ডু কাটব বলেও ভয়ে লুকিয়ে শাহজাহান
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Seikh-Sahajahan-1.jpg
শেখ শাহজাহানকে ঘিরেই সন্দেশখালির নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে (Attack On ED) তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। এখনও পর্যন্ত যাকে ঘিরে এই ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার বিস্ফোরক দাবি দলেরই পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালি এলাকাতেই নাকি ঘুরে বেরিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বক্তব্য, “শুভেন্দু অধিকারীর জানা উচিত শেখ শাহজাহান পালানোর ছেলে নয়। শাহজাহান তো এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন। বিন্দাস ঘুরছেন। এলাকাতেই রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেন পালাবেন? তিনি […]
আরও পড়ুন Attack On ED: নিজের মুন্ডু কাটব বলেও ভয়ে লুকিয়ে শাহজাহান
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম