Manchester City: চোট কাটিয়ে ফিরলেন ডি ব্রুইন, ৫ গোল সিটির
Manchester City: চোট কাটিয়ে ফিরলেন ডি ব্রুইন, ৫ গোল সিটির
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Manchester-City.jpg
কেভিন ডি ব্রুইনের মাঠে ফেরা ও ফিল ফোডেনের জোড়া গোলে হাডার্সফিল্ডকে ৫-০ গোলে হারিয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি (Manchester City)। ফিলের সঙ্গে জুলিয়ান আলভারেজ ও জেরেমি ডোকুর গোলে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষকে একতরফা ভাবে পরাজিত করে সিটি। ফর্মে থাকা ফোডেনের প্রভাব আবারও নজর কেড়েছে এই ম্যাচে। পাঁচ মাস বাইরে থাকার পরে ডি ব্রুইনের প্রত্যাবর্তন যুক্তিযুক্তভাবে আরও বেশি তাৎপর্যপূর্ণ ছিল। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন কেভিন। মাঠে নামা মাত্র করেছেন একটি অ্যাসিসট। ম্যাচের শেষ তথা পঞ্চম গোল জেরেমি ডোকুর। ডি ব্রুইনের উপস্থিতি ঘরের সমর্থকদের কাছ থেকে বিকেলের সবচেয়ে উচ্ছ্বাসের কারণ হয়ে উঠেছিল। সমর্থকদের মতো ম্যানচেস্টার সিটি […]
আরও পড়ুন Manchester City: চোট কাটিয়ে ফিরলেন ডি ব্রুইন, ৫ গোল সিটির
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম