Attack On ED: রাজ্যপাল ও ইডির ডিরেক্টরের বৈঠক, পলাতক শাহজাহান নাকি বড় কাতলা জালে?
Attack On ED: রাজ্যপাল ও ইডির ডিরেক্টরের বৈঠক, পলাতক শাহজাহান নাকি বড় কাতলা জালে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/ED.jpg
সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ হামলার (Attack On ED).পর কলকাতা সফরে ইডি ডিরেক্টর বলেছেন নির্ভয়ে তদন্ত করুন। দফতরের বৈঠকের পর তিনি রাজভবনের বৈঠকে উপস্থিত ছিলেন। কলকাতায় ইডির ডিরেক্টরের সঙ্গে রাজ্যপালের বৈঠকে ইডির ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, ইডি যদি বাংলাদেশ সীমান্তে তল্লাশি অভিযান করতে যায় তবে কী কী সাহায্য পাবে তা জানতে চাওয়া হয় বিএসএফের থেকে। এছাড়াও সন্দেশখালি নিয়ে এনআইএ-র কাছে কোনও তথ্য আছে কিনা তা নিয়েও আলোচনা হয়। পর্যবেক্ষকদের মতে, ইডি অফিসারদের নিরাপত্তা নিয়ে ভাবিত রাহুল নবীন। দুর্নীতির তদন্তে পরবর্তী পদক্ষেপ করতে যাওয়ার আগে […]
আরও পড়ুন Attack On ED: রাজ্যপাল ও ইডির ডিরেক্টরের বৈঠক, পলাতক শাহজাহান নাকি বড় কাতলা জালে?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম